ট্রাম্পের জেরুজালেম ঘোষণা বাতিলের প্রস্তাব আনছে জাতিসংঘ

জেরুজালেমকে ‘ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা বাতিলে খসড়া প্রস্তাবনা আনার কথা বিবেচনা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

>>রয়টার্স
Published : 17 Dec 2017, 03:54 PM
Updated : 17 Dec 2017, 03:54 PM

এ প্রস্তাবনায় জেরুজালেম নিয়ে কোনো একপাক্ষিক সিদ্ধান্ত আইনিভাবে অকার্যকর উল্লেখ করে তা অবশ্যই প্রত্যাহার করে নেওয়ার তাগিদ দেওয়া হবে।

মিশরের তৈরি করা এক-পাতার ওই খসড়া প্রস্তাব শনিবার জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বিতরণ করা হয়েছে। তবে সেখানে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র নিয়ে বিশেষ কিছু বলা হয়নি।

কূটনীতিকরা বলছেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই ভোটাভুটি হতে পারে।

নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হতে সেটির পক্ষে অন্তত নয় ভোট পড়া প্রয়োজন। কিন্তু পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন  এতে ভেটো দিলে তা আটকে যাবে।

প্রস্তবটি এরই মধ্যে ব্যাপক সমর্থন পেলেও ওয়াশিংটন এতে ভেটো দিতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন কূটনীতিকরা।

গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন। জাতিসংঘ এ সিদ্ধান্ত সমর্থন করেনি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা বিশ্বও জেরুজালেম নিয়ে তাদের সিদ্ধান্তে অটল আছে। তারা জেরুজালেমকে ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ভাগ করে দিতে চায়।

ট্রাম্পের ঘোষণার পর আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।