পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি গির্জায় দুই বন্দুকধারীর আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত আটজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 08:40 AM
Updated : 17 Dec 2017, 01:46 PM

কোয়েটার জারগুন রোডের বেথেল মেমোরিয়াল মেথডিস্ট গির্জায় এ হামলা হয়। হামলাকারীদের একজন বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় এবং অপরজনকে পুলিশ হত্যা করেছে।

গির্জাটি শহরের কঠোর নিরাপত্তা এলাকায় অবস্থিত।

বেলুচিস্তানের পুলিশ প্রধান জানিয়েছেন, গির্জাটিতে প্রার্থনা চলাকালে বিস্ফোরক বেল্ট পরে দুই বন্দুকধারী সেখানে বোমা হামলা চালায় এবং গুলি ছুড়ে।

গির্জাটির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ত্বরিত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়নো গেছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ প্রধান আনসারি জানান, গির্জার প্রধান প্রবেশ পথে পুলিশের বাধার মুখে এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। অপরজন পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর গির্জা ভবনের প্রবেশ পথের কাছে নিহত হয়।