ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 07:53 AM
Updated : 16 Dec 2017, 08:28 AM

শুক্রবার মধ্যরাতের ঠিক আগে ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস), খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভূমিকম্পটির উৎপত্তি পশ্চিম জাভার তাসিকমালায়া শহরের প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের ৯২ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে জাভার দক্ষিণাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও কোনো সুনামি শনাক্ত হয়নি। সতর্কতা জারির কারণে উপকূলীয় এলাকার কয়েকটি অংশ থেকে লোকজনকেও সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা। 

জাভার মধ্য ও পশ্চিমাঞ্চলে কম্পন অনুভূত হওয়ার পর ধারাবাহিক পরাঘাতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

শনিবার এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগরোহো জানিয়েছেন, ভূমিকম্পের ফলে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন এবং শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের মধ্যে মধ্যাঞ্চলের একটি হাসপাতালও আছে। 

ক্ষতিগ্রস্ত বানিয়ুমাস হাসপাতালের প্রায় ৭০ জন রোগীকে সরিয়ে নিয়ে তাঁবুতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থ বিষয়ক সংস্থা জানিয়েছে, শনিবার ভোররাতে পশ্চিম জাভার দক্ষিণ দিকে ৫ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে, কিন্তু তাতে কোনো সুনামির সম্ভাবনা ছিল না।

ইন্দোনেশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভা। দেশটির ২৫ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই দ্বীপটিতে বাস করে।