ভারতের মন্ত্রিসভায় তিন তালাক বিল অনুমোদন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন তালাক বিরোধী বিল অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে তিন তালাক প্রথা ফৌজদারী অপরাধ হিসাবে গণ্য হল। এখন কেবল পার্লামেন্টে বিলটি পাস হওয়ার অপেক্ষা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 02:35 PM
Updated : 15 Dec 2017, 02:35 PM

সরকার চাইছে শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন পার্লামেন্ট অধিবেশনেই বিল পাস করতে। প্রস্তাবিত এ বিলে বলা হয়েছে, কেউ তিন তালাক আইন ভাঙলে তার তিন বছরের জেল হতে পারে।

তাত্ক্ষণিক তিন তালাক প্রথা ‘অনৈসলামিক’ আখ্যা দিয়ে গত অগাস্টেই এটি নিষিদ্ধের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

কিন্তু তারপরও তিন তালাকের কিছু  ঘটনা সামনে আসায় সরকার আইন করে প্রথাটি বন্ধের উদ্যোগ নিয়েছে।

তিন তালাক প্রথা নিয়ে ভারতে বহুদিন ধরেই বিতর্ক চলে আসছে।

তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি নারী অধিকার সংগঠন এবং তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের করা মামলার কারণে এ প্রথা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রীসহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতারাও তিন তালাক প্রথা তুলে দেওয়ার পক্ষ সমর্থন করেছেন।