কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র-জাপান যৌথ মহড়া

কোরিয়া উপদ্বীপের দক্ষিণে পূর্ব চীন সাগরের ওপর দিয়ে সামরিক বিমান মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 04:41 PM
Updated : 12 Dec 2017, 04:41 PM

জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্স (এএসডিএফ) জানায়, মঙ্গলবারের এ মহড়ায় জাপানের এফ-১৫ জঙ্গি বিমান যুক্তরাষ্ট্রের সুপারসনিক বি১-বি বোমারু বিমান, এফ-৩৫ স্টিলথ বিমান এবং  বহুমুখী ব্যবহার উপযোগী এফ-১৮ যুদ্ধবিমানের সঙ্গে যোগ দিয়েছে।

উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে দেশটিকে চাপে ফেলতে এটিই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও জাপানের সবচেয়ে বড় সামরিক মহড়া।

উত্তর কোরিয়া গত ২৯ নভেম্বর নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি’র মতো দেশটির যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে।

এক বিবৃতিতে জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্স বলেছে, কেরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহড়া দিয়ে তারা যৌথ অভিযান পরিচালনা এবং লড়াই দক্ষতা বাড়ানোরই চেষ্টা চালাচ্ছে।

মহড়ায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের এন্ডারসন বিমান ঘাঁটি থেকে দুটো বি-১বি ল্যান্সার এবং জাপানের মার্কিন ঘাঁটি থেকে ৬ টি এফ-৩৫ এবং এফ-১৮ বিমান অংশ নেয়।

ওদিকে, জাপানের বিমান বাহিনী থেকে মহড়ায় অংশ নেয় চারটি এফ-১৫ জঙ্গিবিমান এবং একটি টহল বিমান।