আলাবামা নির্বাচন: কঠিন পরীক্ষায় মুর, ঝুঁকিতে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সিনেট নির্বাচন। এ নির্বাচনে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে কঠিন পরীক্ষার মুখে আছেন রিপাবলিকান প্রার্থী রয় মুর। আর তাকে সমর্থন দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নির্বাচনে রয়েছেন ঝুঁকির মুখে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 03:47 PM
Updated : 12 Dec 2017, 03:47 PM

আলাবামার সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রয় মুরের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী সাবেক মার্কিন এটর্নি ডগ জোনস।

দুইজনের মধ্যে নির্বাচনী দৌড়ে ব্যবধান কম হলেও মুরের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ আছে। বহু নারীও কিশোরী বয়সে মুরের কাছে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।

মুর এসব অভিযোগ অস্বীকার করে আসলেও তার এ কেলেঙ্কারির কারণেই এবার দুই দশক পর প্রথমবারের মতো আলাবামার সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কঠিন পরীক্ষার মুখে পড়েছেন মুর। মঙ্গলবারের ভোটেই জনগণ তাদের রায় জানাবে।

মুরকে সমর্থন দেওয়ার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরই মধ্যে রিপাবলিকান দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। তারওপর মুরের কেলেঙ্কারির কারণে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলে তা ট্রাম্পের জন্য বিরূপ ফল বয়ে আনবে।

ডেমোক্র্যাটদের জয়ে সিনেটে মাত্র দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা রিপাবলিকান পার্টির প্রভাব কমে যেতে পারে। ফলে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে কমে যেতে পারে ট্রাম্পের আইন পাসের ক্ষমতা।

সিনেটে কোনও আইন পাস করা এখনও খুব সহজ নয়। কিন্তু নির্বাচনে দল আরেকটি আসন হারালে তা হবে ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা।

অন্যদিকে, নির্বাচনে মুর জিতে গেলে তা হবে ট্রাম্পেরই জয়। রিপাবলিকান এই প্রার্থীকে বরাবরই সরব সমর্থন দিয়ে এসেছেন ট্রাম্প।