গাজায় বিস্ফোরণে নিহত ২, হামলার কথা অস্বীকার ইসরায়েলের

গাজায় এক বিস্ফোরণে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের দুই সদস্য নিহত হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হয় বলে স্থানীয় অধিবাসীরা জানালেও ইসরায়েল সেখানে হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 02:01 PM
Updated : 12 Dec 2017, 02:01 PM

মঙ্গলবার ওই দুইজন মটরসাইকেলে করে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হয় বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই ইসরায়েল-গাজা সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়ছে।

রোববার ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত এলাকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাসের একটি টানেল ধ্বংস করেছে।

সোমবার গাজা থেকে ফিলিস্তিনিদের ছোড়া একটি রকেটের জবাবে ইসরায়েল হামাসের অবস্থান লক্ষ্য করে ট্যাংকের গোলা ছুড়েছে এবং বিমান হামলা চালিয়েছে।

এরপরই মঙ্গলবার গাজায় বিস্ফোরণে দুই ফিলিস্তিনি জিহাদি নিহতের ঘটনা ঘটল।

ইসরায়েলের সেনাবাহিনী এর দায় অস্বীকার করেছে এবং ফিলিস্তিনিদের দেওয়া খবরের বিরোধিতা করে বলেছে, “ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকায় কোনও হামলা চালায়নি।”