ভারতে টেলিভিশনে কনডমের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ

শিশুদের জন্য এ ধরণের বিজ্ঞাপন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে টেলিভিশনে কনডমের বিজ্ঞাপনের জন্য সময় বেঁধে দিয়েছে ভারত সরকার। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 09:04 AM
Updated : 12 Dec 2017, 09:04 AM

দেশটির টেলিভিশনগুলো চ্যানেলগুলো এখন থেকে কেবল রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্তই কনডমের বিজ্ঞাপন দেখাতে পারবে, অন্য সময়ে নয়।

সোমবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ জারি করা হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভির।

“শিশুদের দেখার ক্ষেত্রে অনুপযুক্ত বা অশোভন   এবং নির্দিষ্ট বয়সসীমার জন্য প্রযোজ্য কনডমের বিজ্ঞাপন প্রচার না করতে বলা হচ্ছে,” বিজ্ঞপ্তিতে বলে তারা। 

‘শিশুদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিংবা তাদেরকে অস্বাস্থ্যকর কোনো অভ্যাসের দিকে আগ্রহী করে তোলে’ এমন ক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারে যে নিষেধাজ্ঞা আছে তার আওতাতেই এ বিজ্ঞপ্তি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অসঙ্গত, অশ্লীল, অবাস্তব, প্রতারণামূলক বা আপত্তিকর বিষয় প্রচারে নিষেধাজ্ঞার আলোকেই এই বিধিনিষেধ বলেও জানিয়েছে তারা।

ভারতে যৌনতা এবং গর্ভনিরোধ নিয়ে খোলামেলা আলোচনাকে সামাজিকভাবে অনুৎসাহিত করা হয়। রক্ষণশীল ধ্যানধারণার কারণে অনেকেই এখনো দোকান থেকে কনডম কিনতে অস্বস্তিবোধ করেন। এসব কারণে গ্রামাঞ্চলে কনডমের ব্যবহারও একেবারেই কম।

এইডসরোধে অনেক সম্প্রদায়কে বিনামূল্যেই কনডম দিয়ে থাকে দেশটির সরকার।