কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন রাহুল

ভারতীয় কংগ্রেসের  নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হলেন। এপদে রাহুলের বিরুদ্ধে কেউ প্রার্থী ছিলেন না।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 04:28 AM
Updated : 11 Dec 2017, 10:48 AM

তবে গুজরাটের বিধানসভার নির্বাচন নিয়ে ব্যস্ত রাহুল এ দিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন না। গুজরাটের ভোটপর্ব শেষ হওয়ার আরো দুই দিন পর আগামী শনিবার (১৬ ডিসেম্বর) রাহুল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করবেন বলে কংগ্রেস সূত্রের বরাতে জানিয়েছে আনন্দবাজার।

ওই দিন টানা ১৯ বছর কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করা সোনিয়া গান্ধী পুত্র রাহুলের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিবেন। এর মাধ্যমে ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হবে।

২০১৩ সালের জানুয়ারিতে রাহুল গান্ধীকে কংগ্রেসের সহসভাপতি করা হয়। তারপর থেকে তিনি দলের দ্বিতীয় প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের বর্তমান সভাপতি ৭০ বছর বয়সী সোনিয়া আর আগের মতো দায়িত্বপালন করতে পারছিলেন না। এ কারণে কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন অনেকটা অনুমিত ছিল।

দলীয় সভাপতির পদ থেকে সরে গেলেও কংগ্রেসের পার্লামেন্ট দলীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করে যাবেন সোনিয়া।