পাকিস্তানে এইডস সংক্রমণ বাড়ছে

পাকিস্তানে এইচআইভি/এইডস সংক্রমণের হার দিন দিন বাড়ছে। নতুন তথ্য-উপাত্তে এমনটিই দেখা যাচ্ছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 02:48 PM
Updated : 10 Dec 2017, 02:48 PM

ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের (এনএসিপি) পরিসংখ্যান অনুযায়ী,  দেশটিতে আনুমানিক এক লাখ ৩৩ হাজার মানুষ এইডস আক্রান্ত।

এর মধ্যে ২০১৭ সালে এইডস আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১২৯ জন। আর প্রায় নয় হাজার রোগী মারা গেছেন।

‘ইনটিগ্রেটেড বায়োলজিকাল অ্যান্ড বিহেভিয়ারাল সার্ভাইলেন্স ইন পাকিস্তান ২০১৬-১৭’ শিরোনামে এনএসিপি’র ওই প্রতিবেদনে বলা হয়, যদিও বিশ্ব জুড়ে এইচআইভি সংক্রমণের হার হ্রাস পাচ্ছে। কিন্তু পাকিস্তান অল্প কয়েকটি দেশের তালিকায় রয়ে গেছে , যেখানে এ হার বাড়ছে।

এনএসিপি’র ব্যবস্থাপক বশির খান আচাকজাই বলেন, অনেক ব্যবস্থা গ্রহণের পরও গত কয়েক বছর ধরে এইচআইভি সংক্রমণের হার সুনির্দিষ্ট হারে বাড়ছে।

এইচআইভি পরীক্ষা, পরামর্শ, নজরদারি এবং চিকিৎসা সেবা নিয়ে যেসব সংস্থা কাজ করে তাদের সহযোগিতা ও তথ্যর ভিত্তিতে এনএসিপি’র এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স এর এইচআইভি/এইডস বিভাগের উপপরিচালক ওয়াসিম আহমেদ খাজা বলেন, “পাকিস্তানে এখনও এইচআইভি এবং এ সংক্রান্ত আলোচনা  ট্যাবু (সামাজিকভাবে নিষিদ্ধ)।

সেকারণে এইডস আক্রান্ত ব্যক্তিকে নানা বৈষম্যের শিকার হতে হয়। যখন কেউ এই রোগে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করে তখন সামাজিকভাবে তাকে একঘরে করে রাখা হয়।