ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে জঙ্গিরা: আমিরাত নেতা

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

>>রয়টার্স
Published : 10 Dec 2017, 02:39 PM
Updated : 10 Dec 2017, 03:54 PM

এবছর লড়াইয়ে জঙ্গিরা পতনের মুখে থাকার এ সময়টিতে আবারও ঘুরে দাঁড়াতে পারে বলে নাহিয়ান সতর্ক করেন।

ট্রাম্পের একতরফা ওই সিদ্ধান্ত জাতিসংঘ প্রস্তাবনার লঙ্ঘন উল্লেখ করে নাহিয়ান বলেন, ওয়াশিংটন সিদ্ধান্তটি আরেকবার ভেবে দেখবে বলেই তিনি আশা করছেন।

তিনি বলেন, “এ অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) জঙ্গি ও সশস্ত্র দলগুলোর পতন শুরু হয়েছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের জেরুজালেম ঘোষণা তাদেরকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে অনেকটা ভেলা ছুড়ে দেওয়ার মতই হবে।”

ইউএই’র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে নাহিয়ানের এ বক্তব্য তুলে ধরেছে।

গত বুধবার হোয়াইট হাউজে এক ভাষণে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন ট্রাম্প।

তারপর থেকেই ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি দল ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে শনিবার যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছে ইরাক। সিরিয়াও আইএস সম্পূর্ণ নির্মূল হওয়ার পথে।