এলিয়েনে বিশ্বাস করে অধিকাংশ মানুষ: জরিপ

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করে বলে এক জরিপে উঠে এসেছে।

>>রয়টার্স
Published : 8 Dec 2017, 04:07 PM
Updated : 8 Dec 2017, 05:30 PM

২৪ টি দেশে ২৬ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ চালিয়েছেন গ্লোসালাইটিসের গবেষকরা।

জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ উত্তরদাতাই বলেছেন, বিশ্বব্রহ্মাণ্ডে বুদ্ধিমান এলিয়েন সভ্যতা আছে বলে তারা বিশ্বাস করেন।

অন্যান্য গ্রহগুলোতে কোনো না কোনো ধরনের প্রাণ আছে বলে বিশ্বাস করেন ৬১ শতাংশ উত্তরদাতা। তবে জরিপে অংশগ্রহণকারীদের এক চতুর্থাংশ বলেছেন, পৃথিবীর বাইরে বুদ্ধিমান কোনো প্রাণীর অস্তিত্ব আছে বলে তারা মনে করেন না।

‘এ মহাবিশ্বে আমরা একা নই’ বলে যারা বিশ্বাস করেন, তাদের ৬০ শতাংশই বলেছেন মানুষের উচিত এলিয়েনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা।

ভিনগ্রহের প্রাণী সম্পর্কে মানুষের মত জানার চেষ্টায় পরিচালিত জরিপ এটিই প্রথম নয়। তবে গবেষকরা বলছেন, এটিই এতগুলো দেশে চালানো এ ধরনের সবচেয়ে বড় জরিপ।

এতে দেখা গেছে, রাশিয়ার উত্তরদাতারাই বুদ্ধিমান এলিয়েনের অস্তিত্বে সবচেয়ে বেশি বিশ্বাস করেন। এ হার ৬৮ শতাংশ।

২০১৫ সালের ডিসেম্বর এবং ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ১৫ টি ভাষায় মানুষের সাক্ষাৎকার নিয়ে এ জরিপ চালানো হয়।