পাকিস্তানে হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল চীন

পাকিস্তানে চীনা টার্গেটগুলোতে আসন্ন একাধিক ‘সন্ত্রাসী হামলা’ পরিকল্পনার আশঙ্কায় নিজ নাগরিকদেরকে সতর্ক করেছে চীন।

>>রয়টার্স
Published : 8 Dec 2017, 01:50 PM
Updated : 8 Dec 2017, 01:51 PM

মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে চীনের সংযোগ স্থাপন করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উন্নয়ন প্রকল্পের কাজে হাজার হাজার চীনা শ্রমিক পাকিস্তানে গেছে।চীনকে উৎপাদন কেন্দ্রের মধ্যে রেখে নতুন নতুন দেশের সঙ্গে সরাসরি সড়কপথে যোগাযোগ তৈরি করা এ প্রকল্পের লক্ষ্য।

পাকিস্তানে চীনা কোম্পানিগুলোর কর্মীদের পাশাপাশি স্বতন্ত্র উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া নিয়ে চীনের কর্মকর্তারা উদ্বিগ্ন।

পাকিস্তানের চীনা দূতাবাস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে,“পাকিস্তানে চীনা সংগঠনগুলোসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অচিরেই একাধিক হামলা হওয়ার পরিকল্পনা আছে বলে প্রতীয়মান হচ্ছে।”

পাকিস্তানের পুলিশ এবং সেনাদের সঙ্গে সহযোগিতা করতে চীনা নাগরিকদের আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে। তাছাড়া, জরুরি কোনও ঘটনার ক্ষেত্রে দূতাবাসকে সতর্ক করতেও বলা হয়েছে এতে।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

চীন বরাবরই তাদের পশ্চিমাঞ্চলীয় সিনঝিয়ান অঞ্চলের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গিদের সম্পৃক্ততা নিয়ে উদ্বিগ্ন।

একইসঙ্গে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সহিংসতাও চীনের পশ্চিমাঞ্চল থেকে পাকিস্তানের গোয়াদর বন্দরে জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।