অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে বৈধতা পাচ্ছে

অস্ট্রেলিয়া সমকামী বিয়েকে বৈধতা দিচ্ছে। পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার এ সংক্রান্ত বিল পাস করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 12:37 PM
Updated : 7 Dec 2017, 01:06 PM

বেশির ভাগ এমপি বিয়ে আইন পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। এর আটদিন আগে সিনেটেও  বিলটি পাস হয়েছে।

বিলটি প্রতিনিধি পরিষদে উত্থাপিত হওয়ার পর ১০০ জনের বেশি এমপি বিষয়টি নিয়ে কথা বলেন। তারা অনেকেই নিজেদের ব্যক্তিগত কাহিনী তুলে ধরে এ বিলের পক্ষ সমর্থনের কারণ ব্যাখ্যা করেন।

বিলটি পাসের পর পার্লামেন্টে তাৎক্ষণিকভাবে উল্লাস শুরু হয়ে যায়। অনেকে করতালি দেন, সাধুবাদ জানান।আবার কেউ কেউ গানও ধরেন।

এমপি’রা আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। ওদিকে, পাবলিক গ্যালারিতে থাকা সমর্থকরা গেয়ে ওঠেন “আই অ্যাম, ইউ আর, উই আর অস্ট্রেলিয়ান।”

এ বিল পাসের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে চলা বিতর্কের অবসান হল।

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল আগামী কয়েক দিনের মধ্যেই বিলটি অনুমোদন পাবে এবং আনুষ্ঠানিকভাবে এটি আইনে পরিণত হবে বলে আশা করছেন।