'টেরিজা মের হত্যা ষড়যন্ত্রীদের একজন বাংলাদেশি-ব্রিটিশ'

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে কে হত্যার ষড়যন্ত্রে আটক একজন বাংলাদেশি-ব্রিটিশ বলে নিজের পরিচয় দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 03:01 PM
Updated : 6 Dec 2017, 03:50 PM

বিবিসি ‍জানায়, উত্তর লন্ডনের বাসিন্দা নাইমুর জাকারিয়া রহমান (২০) আদালতে নিজের নাম-পরিচয়, ঠিকানা ও জন্মতারিখ নিশ্চিত করে জানিয়েছেন।

স্কাই নিউজের এক প্রতিবেদনে মঙ্গলবার মে কে হত্যার একটি পরিকল্পনা যুক্তরাজ্য পুলিশ নস্যাৎ করেছে বলে দাবি করা হয়।

একইদিন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা ২৮ নভেম্বর নাইমুর জাকারিয়া রহমান ও মোহাম্মদ আকিব ইমরান নামে দুই তরুণকে আটক করে বলে এক বিবৃতিতে জানানো হয়।

নাইমুর উত্তর লন্ডনের এবং ২১ বছরের আকিব দক্ষিণ-পূর্ব বার্মিংহামের বাসিন্দা বলে জানায় পুলিশ। আকিব পাকিস্তানি-ব্রিটিশ বলে নিজের পরিচয় দিয়েছেন।

বুধবার নাইমুর ও আকিবকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে হাজির করা হয়।

নাইমুরের বিরুদ্ধে ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে বিস্ফোরক বেল্ট ও ছুরি নিয়ে প্রধানমন্ত্রী মে-র ওপর হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ আনা ছাড়াও দ্বিতীয়জনকে সহায়তা করারও অভিযোগ আনা হয়েছে।

আকিবের বিরুদ্ধেও সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি কয়েকবার লিবিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ আছে। এমনকি লিবিয়া যাওয়ার নকল পাসপোর্ট সংগ্রহের চেষ্টা, এজন্য অর্থ জমা করা এবং চরমপন্থি ধ্যানধারণা নিয়েও আকিব গবেষণা করেছেন বলে অভিযোগ আছে।

বুধবার আদালতে সাত মিনিটের শুনানিতে উভয় তরুণ নিজেদের নাম, ঠিকানা এবং জন্ম তারিখ আদালতকে নিশ্চিত করেন বলে জানিয়েছে বিবিসি।

পরে বিচারক দুইজনকে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।

আগামী ২০ ডিসেম্বর লন্ডনের ওল্ড বেইলি আদালতে তাদেরকে হাজির করা হবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে।

মে মাসে ম্যানচেস্টারের একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হন। জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় মৃত্যু হয় ১১ জনের।