অস্ট্রেলীয়র বিরুদ্ধে স্ত্রী-কন্যাকে ‘ভারতে পাচারের’ অভিযোগ

স্ত্রী-কন্যাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভারতে নিয়ে যাওয়ায় সিডনিতে এক অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 08:15 AM
Updated : 6 Dec 2017, 08:17 AM

পুলিশ জানিয়েছে, মার্চে ২৭ বছর বয়সী ওই যুবক হুমকি, জোর-জবরদস্তি ও প্রতারণার মাধ্যমে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী ও দুই মাস বয়সী কন্যাকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করেন। 

এরপর তিনি তার ভারতে জন্ম নেওয়া স্ত্রীর অস্ট্রেলীয় ভিসা বাতিলেরও চেষ্টা চালান বলে অভিযোগ।

পুলিশের ভাষ্যমতে, ওই ব্যক্তি তার স্ত্রীর ভিসা ও সন্তানের অস্ট্রেলীয় পাসপোর্ট বাতিল করার চেষ্টা করে বিফল হন।

মানবপাচার, নথিপত্র জালিয়াতিসহ তিনটি অভিযোগে মঙ্গলবার ওই যুবককে সিডনির একটি আদালতে হাজির করা হয়।

আইনী কারণে অস্ট্রেলীয় ওই নাগরিকের নাম প্রকাশ করা যায়নি বলে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

যুবকের স্ত্রী পরে অস্ট্রেলিয়ায় ফিরে এসে দাসত্ব-বিরোধী একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে; সংস্থাটি কর্তৃপক্ষকে পুরো ঘটনা অবহিত করে।

অভিযুক্ত অস্ট্রেলীয় জামিন পেলেও এই মাসের শেষের দিকে তাকে ফের আদালতে হাজির হতে হবে।