তাইওয়ানে টানা ৯ ঘন্টা রংধনু

তাইওয়ানে গত সপ্তাহে টানা প্রায় নয় ঘণ্টা ধরে রংধনু দেখা যাওয়ার কথা জানিয়েছে তাইপের ‘চাইনিজ কালচার ইউনিভার্সিটি’।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 05:30 PM
Updated : 4 Dec 2017, 05:30 PM

পর্যবেক্ষণ, ছবি এবং ভিডিও রেকর্ডিংয়ে ৮ ঘন্টা ৫৮ মিনিট ধরে রংধনু দেখা গেছে।

এটি নিশ্চিত হয়ে থাকলে গিনেস বুকে সবচেয়ে দীর্ঘসময় ধরে রংধনু দেখা যাওয়ার নতুন রেকর্ড লেখা হবে।

ইউনিভার্সিটি থেকে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক চোউ কুন-সুয়ান বলেন, “ওটা ছিল অসাধারণ…..মনে হচ্ছিল আকাশ থেকে উপহার দেওয়া হচ্ছে…এটি বিরল!”

গত সপ্তাহে অসাধারণ ওই দৃশ্যের অবতারণা হয়েছিল বলে জানান অধ্যাপক চোউ।

তিনি ও তার বিভাগের আরেক অধ্যাপক লিউ চিং-হুয়াং বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস কমিউনিটির সহায়তায় রংধনুর ছবি ও ভিডিও ধারণ করেন।

তাদের দাবি, স্থানীয় সময় সকাল ০৬:৫৭ থেকে দুপুর ১৫:৫৫ মিনিট পর্যন্ত মোট আট ঘণ্টা ৫৪ মিনিট রংধনুটি স্থায়ী হয়।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের দাবি প্রমাণ করতে সক্ষম হলে এটি নতুন বিশ্ব রেকর্ড হবে।

এর আগে ১৯৯৪ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের ইয়র্কশায়ারে ছয় ঘণ্টা ধরে রংধনু দেখা গিয়েছিল। সেবার স্থানীয় সময় সকাল ০৯:০০ থেকে দুপুর ১৫:০০ পর্যন্ত রংধনু স্থায়ী হয়েছিল।

সাধারণত রংধনু এক ঘণ্টার কম সময় স্থায়ী হয়।

অধ্যাপক চোউ বলেন, “চারঘণ্টা পর আমরা আমাদের সব শিক্ষার্থীকে জড়ো করি এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে এটি জানাতে শুরু করি। যাতে তারা ছবি তোলে এবং আমাদের কাছে পাঠায়।

“ছয় ঘণ্টা পার হওয়ার পর যখন অতীতের রেকর্ড ভেঙে যায়, আমি দুপুরের খাবার খাচ্ছিলাম। আমার পক্ষে চেয়ারে বসে থাকা খুব কঠিন হয়ে পড়েছিল। আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি ছবি, ভিডিওতে ওই সময়ের প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চাইছিলাম। কিন্তু সময় যত গড়িয়েছে ততই অবিশ্বাস্য লাগছিল। তিন ঘণ্টার ব্যবধানে এটি অতীতের রেকর্ড পেরিয়ে যায়।”