অস্ট্রেলিয়ায় পার্লামেন্টেই সমকামী বিয়ের প্রস্তাব

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সমকামী বিয়ের বৈধতা দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই  এক এমপি তার সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 04:56 PM
Updated : 4 Dec 2017, 04:56 PM

বিবিসি জানায়, টিম উইলসন পাবলিক গ্যালারিতে বসা রিয়ান বলগারকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর উচ্চস্বরে ‘হ্যাঁ’ বলে তিনি নিজের সম্মতি জানান।

নয় বছর ধরে এই জুটি একসঙ্গে আছেন।

এই প্রথম কোনও এমপি পার্লামেন্টে বিয়ের প্রস্তাব দিলেন বলে ধারণা অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের।

পাঁচ দিন আগে অস্ট্রেলিয়ার সিনেটে সমকামী বিয়ের বৈধতা দেওয়ার প্রস্তাব পাস হয়।

সোমবার থেকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এ বিলটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

তারমধ্যেই হঠাৎ করেই খুবই আবেগপূর্ণ স্বরে উইলসন বলেন, “প্রথমেই আমি আমাদের দুজনের বাঁ হাতে থাকা আংটি দিয়ে আমাদের বন্ধনের কথা বলেছি। আমরা যে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারিনা এগুলো (আংটিগুলো) তার উত্তর।

“এখন একটি মাত্র কাজই করা বাকি আছে। রিয়ান প্যাটিস বলগার, তুমি কি আমাকে বিয়ে করবে?”

বলগার জবাব দেওয়ার আগেই সবাই হাততালি দিয়ে ওঠে এবং স্পিকার এ জুটিকে শুভেচ্ছা জানান।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের যে ৭৭ জন এমপি সমকামী বিয়ে বৈধতার বিল নিয়ে কথা বলবেন উইলসন তাদের একজন।

যদি বড় ধরনের কোনও সংশোধনী প্রস্তাব না আসে তবে এ সপ্তাহেই বিলটি নিয়ে পার্লামেন্টে ভোট হবে বলে জানায় বিবিসি।

রক্ষণশীল রাজনীতিবীদরা বিলে সংশোধনীর পরামর্শ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সমকামী বিয়ে নিয়ে গত মাসে দেশজুড়ে ভোট অনুষ্ঠিত হয় এবং অস্ট্রেলিয়ার জনগণ এর পক্ষে নিজেদের মত জানায়।