খাদ্য সংকট, বৃষ্টির জন্য প্রার্থনা মরক্কোতে

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশের সব মসজিদে শুক্রবার বৃষ্টির জন্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 09:36 AM
Updated : 25 Nov 2017, 09:36 AM

দেশটিতে তীব্র খাদ্য সংকটের মুখে এক রাজকীয় ঘোষণায় তার এ নির্দেশ আসে বলে জানিয়েছে বিবিসি।

ঘোষণায় রাজা ‘সর্বশক্তিমান‘ যেন  ‘পৃথিবীতে বৃষ্টি ঝরার তৌফিক দান করেন’ সেজন্য মরক্কোর সব নাগরিককে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানান।   

স্থানীয় গণমাধ্যমগুলো শুক্রবারের এক প্রার্থনায় ক্রাউন প্রিন্স মৌলি এল হাসান নেতৃত্ব দেন বলেও জানিয়েছে।

বিবিসি বলছে, গত বছরের খরার ধারাবাহিকতায় এ বছরের অনাবৃষ্টি দেশটির খাদ্যশস্য উৎপাদনকে বড় ধরণের হুমকির মুখে ফেলেছে।

মরক্কোর ৪০ শতাংশ জনগণ কৃষিখাতের ওপর নির্ভরশীল। গত বছরের খরা এমনিতেই লাখ লাখ জনগণকে বেকার করে দিয়েছে।

সঙ্কটের কারণে মজুদ খাদ্যশস্য চড়া দামে বিক্রি হচ্ছে, দরিদ্ররা যার নাগাল পাচ্ছে না।

চলতি মাসের শুরুতে এক খাদ্য সহায়তা কর্মসূচিতে পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যুর খবরও দিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।