জর্জিয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১১

জর্জিয়ার বাটুমি শহরের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 07:59 AM
Updated : 25 Nov 2017, 07:59 AM

শুক্রবার রাতে কৃষ্ণসাগর তীরবর্তী রিসোর্টের ২২ তলা লিওগ্র্যান্ড হোটেল ও ক্যাসিনোতে আগুন লাগে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের সবাই আগুনের ধোঁয়া থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছেন বলে শহরের স্বাস্থ্য মন্ত্রী জাল মিকেলাদজে জানিয়েছেন।

কি কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা শতাধিক ব্যক্তিকে হোটেল থেকে সরিয়ে নেন।  কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে বিবিসি জানিয়েছে।

হোটেলটিতে রোববার ‘মিস জর্জিয়া’ সুন্দরী প্রতিযোগিতা হওয়ার কথা। আগুন লাগার সময় ২০ প্রতিযোগী ওই হোটেলে থাকলেও তাদের কেউ অগ্নিকাণ্ডে হতাহত হননি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাটুমি যান জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্গি কেভিরিকাশভিল।

পরে ফেইসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছেন।

নিহতের মধ্যে একজন ইরানি, বাকিরা জর্জিয়ার নাগরিক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে তিনজন তুর্কি, একজন ইসরায়েলের নাগরিক।