খামেনিকে ‘নতুন হিটলার’ বললেন সৌদি যুবরাজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মধ্যপ্রাচ্যের ‘নতুন হিটলার’ আখ্যা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 03:38 PM
Updated : 24 Nov 2017, 04:13 PM

সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকার এ সময়ে প্রিন্স সালমান এমন মন্তব্য করলেন।

ইরানের বাড়তে থাকা আঞ্চলিক প্রভাবের কথা উল্লেখ করে সালমান বলেন, “ইউরোপে যা ঘটে গেছে, মধ্যপ্রাচ্যে (ইরানের নতুন হিটলারের) তার পুনরাবৃত্তি না ঘটানো জরুরি।”

বৃহস্পতিবার ‘নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানকে প্রভাব বিস্তারও করতে দেওয়া যায় না।

ইরান এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সুন্নি শাসিত সৌদি আরব ও শিয়া শাসিত ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। আঞ্চলিক বিভিন্ন যুদ্ধেও দু’দেশের অবস্থান বিপরীতমূখী। দেশ দুটি একে অপরের বিরুদ্ধে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ানোর অভিযোগ করে আসছে।

সৌদি প্রিন্স সালমান গত দুবছর থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর নীতি নিয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখা না রাখার বিষয়টিসহ লেবাননের রাষ্ট্র ক্ষমতা নিয়ে শিয়া-সুন্নি রাজনৈতিক দ্বন্দ্ব এবং ইয়েমেনের গৃহযুদ্ধ নিয়েও ইরান ও সৌদি আরবের বিরোধ গত কয়েক মাসে তীব্রতর হয়েছে।

এ মাসের শুরুর দিকে ইয়েমেন থেকে রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে সৌদি আরব ও ইরান তিক্ত বাকযুদ্ধে লিপ্ত হয়। ইয়েমেনের শিয়া হুতিরা এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ইরান তাদেরকে সহায়তা করছে বলে অভিযোগ সৌদি আরবের। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে তারা এ ঘটনায় জড়িত নয়।