সমুদ্রে ভেসে ৮ ‘উত্তর কোরীয়’ জাপানে

জাপানের উত্তরাঞ্চলে সমুদ্রে ভাসমান একটি নৌকা থেকে আট ব্যক্তিকে উদ্ধার করেছে জাপান পুলিশ; তারা নিজেদের উত্তর কোরিয়ার নাগরিক বলে দাবি করেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 07:45 AM
Updated : 24 Nov 2017, 07:45 AM

পুলিশের ধারণা, তারা দেশত্যাগ করেনি বরং নৌকা বিকল হয়ে ঢেউয়ের আঘাতে জাপানের জলসীমায় চলে এসেছে।

ইউরিহোনজো নগরীর মেরিনা থেকে শুক্রবার ভোররাতের দিকে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

বিবিসি জানায়, জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার জেলেনৌকার অনুপ্রবেশ নতুন কিছু নয়। মাঝে মধ্যে দেশটির কোস্টগার্ড জেলেদের উদ্ধারও করে।

কখনও সখনও ওই সব নৌকায় মৃতদেহও পাওয়া যায়।

গত সপ্তাহে জাপানের কোস্টগার্ড সমুদ্রে ভাসমান একটি নৌযান থেকে উত্তর কোরিয়ার তিন নাগরিককে উদ্ধার করে। ওই নৌযানের আরও ১২ জন জেলে নিখোঁজ হয়ে গেছে বলে দাবি করে তারা।

জাপান কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতের পর আটক ব্যক্তিরা তাদের নৌকা বিকল হয়ে পড়ার কথা জানিয়েছে। তারা সবাই অসুস্থ হলেও নিজেদের পায়ে হাঁটতে পারছে। তাদের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। 

তবে তারা জাপানে থাকতে চাইছে নাকি উত্তর কোরিয়া চলে যেতে চাইছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে জাপান।

সম্প্রতি জাপানের উপর দিয়ে দুইটি ক্ষেপণাস্ত্রও নিপেক্ষ করেছে উত্তর কোরিয়া।