তিব্বত ‘অতীত ভুলে’ চীনের সঙ্গেই থাকতে চায়: দালাই লামা

চীনের কাছ থেকে স্বাধীনতা নয়, তিব্বতের বৃহত্তর উন্নয়ন চান বলে জানিয়েছেন ওই অঞ্চলের আধ্যাত্মিক নেতা দালাই লামা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 03:28 PM
Updated : 23 Nov 2017, 03:28 PM

ভারতে নির্বাসিত তিব্বতের এই আধ্যাত্মিক নেতা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ‘ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স’ এর সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

দালাই লামা বলেন, মাঝে মাঝে সংঘাত হলেও চীন এবং তিব্বত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

তিনি বলেন, “অতীতে যা ঘটে গেছে তা অতীতই। আমাদেরকে এখন সামনের দিকে তাকাতে হবে। আমরা স্বাধীনতা চাই না... চীনের সঙ্গে থাকতে চাই। আমরা আরও বেশি উন্নয়ন চাই।”

তবে তিব্বতের সংস্কৃতি আর ঐতিহ্যকে চীন সম্মান দেখাবে- এটিও আশা করেন বলে জানান দালাই লামা।

তিনি আরও বলেন, “তিব্বতের আলাদা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। চীনারা নিজের দেশকে ভালবাসে। তেমনিই আমরাও আমাদের দেশকে ভালবাসি।”

গত কয়েক দশকে যা যা ঘটেছে সে সম্পর্কে বেশিরভাগ চীনা নাগরিকই জানে না উল্লেখ করে দালাই লামা বলেন, কয়েকবছরে দেশে অনেক পরিবর্তন ঘটেছে।

তিব্বতের পরিবেশগত তাৎপর্যের কথা তুলে ধরে দালাই লামা বলেন, “পরিবেশবিদরা একে তৃতীয় মেরু বলছেন।”

“সিন্ধুর মতো প্রধান কিছু নদী তিব্বত থেকে এসেছে। আর এর ওপর নির্ভর করে কোটি কোটি মানুষ। তিব্বতের খেয়াল রাখলে শুধু এ অঞ্চলের উন্নতিই নয়, একইসঙ্গে এ বিপুল সংখ্যক মানুষের জন্যও তা ভাল হবে।”