জাপান উপকূলে মার্কিন বিমান বিধ্বস্ত

জাপানের কাছে ফিলিপিন্সের সমুদ্রসীমায় মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 08:38 AM
Updated : 22 Nov 2017, 08:38 AM

বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ১১জন ছিল বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সপ্তম নৌবহরের জাহাজ ইউএসএস রোনাল্ড রেগানে ফেরার পথে এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয় বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

ওকিনাওয়ার দক্ষিণ-পূর্ব এলাকায় এয়ারক্রাফটটি বিধ্বস্ত হওয়ার সময়  ইউএসএস রোনাল্ড রেগান ফিলিপিন্স সমুদ্রে কাজ করছিল বলেও জানিয়েছে তারা।

কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। নিখোঁজ ক্রু ও যাত্রীদের সন্ধানে জোর উদ্ধার তৎপরতা চলছে।

এর আগে অগাস্টে সিঙ্গাপুরের কাছে সমুদ্রে মার্কিন জাহাজ ইউএসএস জন ম্যাককেইনের সঙ্গে তেলবাহী এক ট্যাঙ্কারের সংঘর্ষে ১০ নাবিক নিহত হয়।