উত্তেজক মিউজিক ভিডিও করে গ্রেপ্তার মিশরীয় গায়িকা

অন্তর্বাস পরে নাচগান করা এবং কলা খাওয়ার একটি মিউজিক ভিডিওতে অংশ নেওয়ায় মিশরের এক গায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এক সপ্তাহ পুলিশের হেফাজতে বন্দি রাখা হয় বলে খবর প্রকাশ পেয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 05:03 PM
Updated : 21 Nov 2017, 05:03 PM

বিবিসি জানায়, ওই গায়িকার নাম শাইমা আহমেদ (২৫), গানের জগতে যিনি শিমা নামেও পরিচিত। শনিবার তাকে ‘ভ্রষ্টাচার উস্কে’ দেওয়ার সন্দেহে আটক করা হয়।

শাইমার ‘আই হ্যাভ ইস্যুজ’ গানের ভিডিও প্রকাশের পর রক্ষণশীল মিশরে বিতর্কের ঝড় উঠে।

ভিডিওতে এই গায়িকাকে একদল তরুণসহ একটি শ্রেণীকক্ষে দেখা যায়।

সেখানে ব্লাকবোর্ডের সামনে দাঁড়িয়ে শাইমা যৌন উত্তেজক ভঙ্গিতে একে একে একটি আপেল, একটি কলা এবং কিছু চিপস খান।

যদিও ওই মিউজিক ভিডিও ‘যারা খারাপভাবে নিয়েছেন’ তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই গায়িকা।

তিনি তার ফেইসবুক পাতায় লেখেন, “এসব কিছু হবে এবং আমি এভাবে সবার আক্রমণের শিকার হব তা কখনও কল্পনাও করতে পারিনি।”

যদিও ওই ফেইসবুক একাউন্টটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি।

ওই ভিডিও প্রকাশের পর স্থানীয় একটি দৈনিকের হেডলাইন ‘শিমা তরুণদের মধ্যে ভ্রষ্টাচার উস্কে দিচ্ছেন’।

গ্রেপ্তারের দুইদিন পর সোমবার ইরানের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে শাইমার বন্দিত্বের মেয়াদ বাড়িয়ে এক সপ্তাহ করার নির্দেশ দেওয়া হয়।

মিউজিক ভিডিওটির পরিচালকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছর একই অভিযোগ মিশরে তিন নর্তকীর প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, সেখানে ‘উস্কানিকমূলক প্রচার চালাচ্ছে’ অভিযোগে শিরিন আব্দেল ওয়াহাব নামে এক গায়িকার বিচার চলছে।

তিনি তার এক গানে ‘নীল নদের পানি পান করলে অন্য কেউ অসুস্থ হয়ে পড়বে’ বার্তা দিয়েছেন।