কুখ্যাত মার্কিন খুনি চার্লস ম্যানসনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের কুখ্যাত খুনি চার্লস ম্যানসন চার দশক কারাভোগের পর ৮৩ বছর বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 05:23 PM
Updated : 20 Nov 2017, 05:23 PM

এমাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার বাকার্সফিল্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ম্যানসনকে। রোববার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

অনুসারীদেরকে দিয়ে একাধিক নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ম্যানসন। ১৯৯৬ সালে তার লোকেরা ৯ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে বিবিসি।

রোমান পোলানস্কির গর্ভবতী স্ত্রী অভিনেত্রী শ্যারন ট্যাটকেও নৃশসংভাবে খুন করেছিলেন তিনি। খুন করা হয় ট্যাটের বাড়ির আরও চারজনকেও। পরদিনই লস অ্যাঞ্জেলেসের এক ধনাঢ্য দম্পতি তার হত্যাকাণ্ডের শিকার হয়। এরপর আলাদা আলাদাভাবে খুন হয় আরও দুইজন।

এর মধ্যে সাতটি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন ম্যানসন। ১৯৭১ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

কিন্তু সে দণ্ড কার্যকরের আগেই ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় ম্যানসনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর তিনি ১২ বার প্যারোলে মুক্তির আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।