জাপানে মার্কিন সেনাদের জন্য মদ্যপান নিষিদ্ধ

জাপানে অবস্থানরত সব মার্কিন সেনার জন্য মদ্যপান নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 02:34 PM
Updated : 20 Nov 2017, 02:34 PM

ওকিনাওয়া দ্বীপে এক সেনা মাতাল হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তাছাড়া, ওকিনাওয়া ঘাঁটির সেনাদেরকেও ঘাঁটির ভেতরে কিংবা বাড়িতে থাকতে বলা হয়েছে।

গত রোববার ওকিনাওয়ার এক মার্কিন মেরিন সেনা মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় একটি মিনি-ভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যানের চালক নিহত হয়।

২১ বছর বয়সী ওই সেনা বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকহোল পান করেছিলেন। দুর্ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালনায় একজনের মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে জাপানের পুলিশ।

জাপানের ওকিনাওয়ায় আছে অর্ধেকেরও বেশি মার্কিন সেনা। স্থানীয়রা তাদের উপস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করে আসছে।

২০১৬ সালেও জাপানের একটি মার্কিন ঘাঁটির সাবেক মেরিন সেনার হাতে এক নারী নিহত হওয়ার ঘটনার পর সাময়িকভাবে সেনাদের মদ্যপান নিষিদ্ধ করাসহ মধ্যরাতে কারফিউ জারি করা হয়েছিল।