জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে দল থেকে বহিষ্কার

গত ৩৭ বছর জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা রবার্ট মুগাবেকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দলীয় প্রধানের পদ থেকে তাকে বহিষ্কার করেছে।

>>রয়টার্স
Published : 19 Nov 2017, 12:20 PM
Updated : 19 Nov 2017, 02:15 PM

দলের একাধিক নেতার বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “তাকে (মুগাবে) বরখাস্ত করা হয়েছে। নানগাওয়া এখন আমাদের নতুন নেতা।”

আরও তিন নেতা মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্তের খবর নিশ্চিত করেছেন বলে জানায় রয়টার্স।

জানু-পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত বুধবার সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। এরপরই ৯৩ বছরের মুগাবেকে হারারেতে তার বিলাসবহুল ভবন ‘ব্লু রুফ’ এ গৃহবন্দি করে রাখার খবর আসে।

সেনাবাহিনী ও দল থেকে মুগাবেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি সাবেক এই গেরিলা নেতা।

জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসার পর দলের নেতাদের উল্লাস। ছবি: রয়টার্স

জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসার পর দলের নেতাদের উল্লাস। ছবি: রয়টার্স

পরে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার জানু-পিএফ পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়।

ওই বৈঠকে মুগাবেকে সরিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়াকে দলীয় প্রধান করা হয়।

এ মাসের শুরুর দিকে নানগাওয়াকে ভাইস প্রেসিডেন্ট এবং দলীয় পদ থেকে বরখাস্ত করেছিলেন মুগাবে।

নানগাওয়াকে একসময় মুগাবের উত্তরসূরী বিবেচনা করা হতো, তাকে বহিষ্কারের পর সে জায়গায় মুগাবের স্ত্রী গ্রেসের নাম চলে আসে।

দলীয় একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গ্রেস মুগাবেকেও দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।