ভুয়া খবর ঠেকাবে চীনের সেনাবাহিনী

চীনের সেনাবাহিনী ভুয়া খবর এবং তথ্য ফাঁস ঠেকাতে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। সেখানে ফাঁস হওয়া তথ্য, ভুয়া খবর, এমনকি সেনা সদস্যদের অনলাইনে বেআইনী কার্যক্রম সম্পর্কেও রিপোর্ট করার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।

>>রয়টার্স
Published : 19 Nov 2017, 12:17 PM
Updated : 19 Nov 2017, 12:17 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর মাধ্যমে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ইন্টারনেটের উপর নজরদারি আরও জোরদার করল।

বেইজিং ইন্টারনেটে নিরাপত্তা এবং নিজেদের তথ্যের কঠোর গোপনীয়তা রক্ষায় নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।

গত অক্টোবরে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে ওই গোপনীয়তা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু কথা বলা হয়।  

চীনা সেনাবাহিনীর নেতৃত্বের উপর আঘাত হানতে পারে এমন তথ্য বা সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির ইতিহাস বিকৃত করার চেষ্টা বিষয়ক কোনও খবর পেলে তা ওই ওয়েবসাইটে জানাতে জনগণকে উৎসাহিত করা হয়েছে।

এছাড়া, সেনা সদস্যরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কোনও একাউন্ট খোলে এবং যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো তথ্য প্রকাশ করে তবে সে সম্পর্কেও ওই ওয়েবসাইটে রিপোর্ট করতে বলা হয়েছে।

নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের ‘ইন্টারনেট ব্যবস্থায় সার্বভৌমত্ব’ রক্ষা নিশ্চিত করতে চান।

কমিউনিস্ট পার্টি চীনে অনলাইনে আলোচনায় সীমাবদ্ধতা ও যে দিকনির্দেশনা দিয়েছে তার বাস্তবায়নও নিশ্চিত করতে চান শি।