কাশ্মিরে সেনা অভিযানে ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা অভিযানে লস্কর-ই-তৈয়বার ছয় যোদ্ধা নিহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:49 PM
Updated : 18 Nov 2017, 01:49 PM

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় ওই অভিযান পরিচালনার সময় ভারতের বিমান বাহিনীর একজন কমান্ডোও প্রাণ হারিয়েছেন।

উত্তর কাশ্মিরের বন্দিপোরা জেলার হাজিন এলাকার চান্দেরগির গ্রামে জঙ্গি ‍উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের এন্টি-টেরর স্কোয়াড এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নিয়ে গঠিত যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, “যৌথ বাহিনী জঙ্গিদের গোপন আস্তানা ঘিরে ফেললে তারা গুলি করা শুরু করে। আমাদের সেনারাও পাল্টা গুলি চালায়। সেখানে এখনও বন্দুক যুদ্ধ চলছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, অভিযানে ছয় জঙ্গি নিহত হয়েছে।