‘জঙ্গি বিমানের ধোঁয়ায় আকাশে শিশ্ন আঁকা অগ্রহণযোগ্য’

জঙ্গি বিমানের ধোঁয়া দিয়ে তাদের এক পাইলটের আকাশে শিশ্ন আঁকার কাজটিকে ‘পুরোপুরি অগ্রহযোগ্য’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 10:57 AM
Updated : 18 Nov 2017, 10:58 AM

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াশিংটনের ওকানোগান কাউন্টির আকাশে আঁকা শিশ্নের ওই নকশাটি অনলাইনে ব্যাপক হাসির খোরাক হয়।

কিন্তু হুইবি দ্বীপের নৌবাহিনীর এয়ার স্টেশনের কমান্ডাররা রগড়ের এই অংশটি উপলব্ধি না করে ঘটনাটির বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

ওই বিমান ঘাঁটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের ঘাঁটির একটি বোয়িং ইএ-১৮জি গ্রাওলার্স এ কাজটির সঙ্গে জড়িত।

এই জঙ্গি বিমানটি ইলেকট্রনিক যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি এবং এটি প্রায় শব্দের দ্বিগুণ গতিতে চলতে পারে।

মুখপাত্র থমাস মিলস বিবিসিকে বলেছেন, “নৌবাহিনীর অবস্থান থেকে, আমরা আমাদের এয়ারক্রুদের সর্বোচ্চ মান ধরে রাখি এবং সেই বিবেচনায় এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

“এ কাজের প্রশিক্ষণ মান শূন্য এবং এর জন্য ওই ক্রুকে জবাবদিহি করতে হবে।” 

যুক্তরাষ্ট্রের বিমান উড্ডয়ন সংক্রান্ত সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দেশটির আকাশসীমা নিয়ন্ত্রণ করে। সংস্থাটি স্থানীয় টেলিভিশন স্টেশন কেআরইএম টু কে বলেছে, ওই জঙ্গি বিমানের মহড়ায় কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না এবং ‘নৈতিকতা রক্ষা তাদের কাজ নয়’।

বৃহস্পতিবার বিকালে আকাশে আঁকা ওই নকশাটি ভূমিতে থাকা বহু প্রত্যক্ষদর্শীকে আমোদিত করেছে বলে জানিয়েছে বিবিসি। 

সিয়াটল টাইমস সংবাদপত্রে র‌্যামন ডুরান নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “নিচে গোলকগুলো আঁকার পর আমি বুঝতে পারি এটা কী আর হাসতে শুরু করি।”