ইরাকী বাহিনীর আইএসকে নির্মূলের দাবি

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া পুনঃদখলের দাবি করেছে ইরাকী বাহিনী।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 03:22 PM
Updated : 17 Nov 2017, 03:22 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার এক বিবৃতিতে ইরাকী বাহিনী ইউফ্রেতিস নদীর উত্তর তীরে অবস্থিত শহরটি দখল নেওয়ার ঘোষনা দেয়।

যার মাধ্যমে আইএস ঘোষিত খেলাফতের অবসান হলো।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস।

ইরাকী বাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ড এর পক্ষ থেকে ল্যেফ্টেন্যান্ট জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারাল্লাহ বলেন, “রাওয়া সম্পূর্ণভাবে মুক্ত এবং সেখানকার ভবনগুলোতে ইরাকের পতাকা উড়ানো হয়েছে।”

প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টায়’ ইরাকী বাহিনী রাওয়ার দখল নিয়েছে।

ইরাক থেকে আইএসকে সম্পূর্ণ নির্মূল করতে গত শনিবার নতুন করে অভিযান শুরু করেছিল ইরাকী বাহিনী।

রাওয়ায় অবস্থান করা বেশিরভাগ আইএস যোদ্ধা পালিয়ে মরুভূমির অনেক ভেতরে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিরিয়ার সেনাবাহিনীও দেশটিকে সম্পূর্ণরূপে আইএস মুক্ত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে আইএস পুনরায় ইরাক সীমান্তবর্তী সিরীয় শহর আলবু কামালে প্রবেশ করে, সেখানে এখন লড়াই চলছে।

ইরাক ও সিরিয়ার মধ্যে ভাগ হওয়া শহরগুলোর একটি রাওয়া। আইএস খেলাফতে ওই অঞ্চলকে ‘ইউফ্রেতিস প্রদেশ’ নাম দেওয়া হয়েছিল বলে জানায় বিবিসি।

ইরাক ও সিরিয়ার মধ্যে আইএসের যোদ্ধা, অস্ত্র ও রসদ আদান-প্রদানের গুরুত্বপূর্ণ পথ ছিল রাওয়া।