মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ কমিটিতে প্রস্তাব পাস

রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ কমিটিতে।

>>রয়টার্স
Published : 16 Nov 2017, 06:24 PM
Updated : 16 Nov 2017, 07:31 PM

সাধারণ পরিষদের থার্ড কমিটিতে বৃহস্পতিবার পাস হওয়া এই প্রস্তাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে মিয়ানমার বিষয়ে একজন বিশেষ দূত নিয়োগ করতে বলা হয়েছে।

রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের এখনি ইতি টানতে বলেছে জাতিসংঘ কমিটি।

রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে নাগরিকত্ব দেওয়ার আহ্বানও জানানো হয়েছে পাস হওয়া প্রস্তাবে।

থার্ড কমিটি রাখাইনে জাতিসংঘ প্যানেলকে অবাধে কাজ করতে দিতেও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সাধারণ পরিষদের এজেন্ডা নির্ধারণী অন্যতম ফোরাম থার্ড কমিটি মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু সুরক্ষা, আদিবাসীদের অধিকার রক্ষার বিষয়গুলো নিয়ে কাজ করে।

সামরিক শাসনে থাকা মিয়ানমারে মানবাধিকার হরণের নিন্দা জানিয়ে গত দেড় দশক ধরে দেশটির বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করে আসছিল থার্ড কমিটি।

কিন্তু সামরিক শাসনের অবসান ঘটিয়ে নির্বাচনের মধ্য দিয়ে অং সান সু চির দল ক্ষমতায় বসায় ২০১৬ সালে একই ধরনের প্রস্তাব আর গ্রহণ করা হয়নি।

তখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে যুক্তি দেখানো হয়েছিল, সু চির নেতৃত্বে মিয়ানমারের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

প্রাণ বাঁচাতে এভাবে ভেলায় চেপেও আসছে রোহিঙ্গারা

কিন্তু গত ২৫ অগাস্ট রাখাইনে আবার সেনা অভিযানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা-ধর্ষণ এবং বাড়ি-ঘর পোড়ানো শুরু হলে বাংলাদেশে পালাতে শুরু করে রোহিঙ্গারা; এরই মধ্যে শরণার্থীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে।

এতে সমালোচনার মুখে পড়তে হয়েছে সু চিকে; তার পক্ষে থাকা ইউরোপীয় ইউনিয়নও সমালোচনা করতে ছাড়েনি।

এর মধ্যেই মুসলিম দেশগুলোর জোট ওআইসি মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রস্তাব নিয়ে আসে, যা বৃহস্পতিবার থার্ড কমিটিতে পাস হওয়ার পর আগামী মাসে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গৃহীত হবে।

থার্ড কমিটিতে ভোটাভুটিতে ১৩৫টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে মাত্র ১০টি, ২৬টি দেশ ভোট দানে বিরত ছিল।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গাদের সুরক্ষার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

জাতিসংঘে সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের রক্ষার প্রস্তাব তুলেছিলেন শেখ হাসিনা

তিনি নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপত্তার সঙ্গে বসবাস নিশ্চিত করতে ৫ দফা প্রস্তাবও তুলে ধরেন।

এদিকে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেও মিয়ানমারের সেনাবাহিনী হত্যা-ধর্ষণের অভিযোগ অস্বীকার করে গত সোমবারই প্রতিবেদন দিয়েছিল।

তার তিন দিনের মধ্যে জাতিসংঘ কমিটিতে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হল।

এই প্রস্তাব পাসের ফলে মিয়ানমারের উপর কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি না হলেও তা বৈশ্বিক চাপ আরও বাড়িয়ে তুলল।

বিশ্বের অধিকাংশ দেশই রোহিঙ্গা নির্যাতন বন্ধের জন্য মিয়ানমারকে চাপ দিয়ে আসছে।

রাখাইনে মিয়ানমারের সেনা অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে মনে করছে জাতিসংঘ।

রাখাইনে নতুন করে যেন সেনাবাহিনীর বল প্রয়োগ না ঘটে, তা নিশ্চিত করতে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদ মিয়ানমারের প্রতি আহ্বান জানায়।