ইন্দোনেশিয়ার জাদুঘর থেকে হিটলারের মূর্তি অপসারণ

যেন খোদ অ্যাডলফ হিটলারের সঙ্গে ‘সেলফি’ তুলছেন। দর্শনার্থীদের এমন ভঙ্গিতে ছবি তোলা আটকাতে শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার একটি জাদুঘরের সামনে থেকে হিটলারের মোমের মূর্তিটিই সরিয়ে ফেলা হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 04:01 PM
Updated : 11 Nov 2017, 04:01 PM

‘ডে এআরসিএ স্ট্যাচু আর্ট মিউজিয়াম’ এ তোলা ওইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গন থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়।

হিটলারের মোমের মুর্তি এবং পেছনে আস্চউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্পের ছবি রাখার ব্যাখ্যায় জাভার জগজাকার্তায় অবস্থিত ওই জাদুঘর কর্তৃপক্ষ বলেন, তারা শুধুমাত্র ইতিহাসের শিক্ষা দিতে এটা করেছেন।

বিবিসি জানায়, হাজার হাজার মানুষ হিটলারের ওই মূর্তির সামনে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পোস্ট করেছে। এমন কি একদল কিশোর কমলা রঙের ইউনিফর্ম পরে ‘নাৎসি স্যালুট’ দিয়ে ছবি তুলেছে।