সেতু থেকে ২৪৫ জনের একসঙ্গে ঝাঁপ!

বিশ্বরেকর্ড গড়তে দড়ি বেঁধে একসঙ্গে সেতু থেকে ঝাঁপ দিয়েছে ২৪৫ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 04:22 PM
Updated : 23 Oct 2017, 04:22 PM

ব্রাজিলের হতোলান্দিয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

৩০ ফুট উঁচু সেতু থেকে দড়িতে ঝুলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে এ বিপুল সংখ্যক নারী-পুরুষ। পেন্ডুলামের মতো তাদেরকে ঝুলতে দেখা গেছে ভিডিওতে।

এর উদ্দেশ্য একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ ঝুলে থাকার বিশ্বরেকর্ড গড়া।

গিনেস বুকে এখনও এটি রেকর্ডভুক্ত না হলেও এর আগের এমনই একটি রেকর্ড অনানুষ্ঠানিকভাবে ভেঙেছে এ ঘটনাটি।

সেবারও একই জায়গায় সেতু থেকে অনেক মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল। সেবার একসঙ্গে ঝুলেছিল ১৪৯ জন।

রোপ-জাম্পিং বা দড়ি নিয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার খেলাটি অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।