কাতালান কর্মকর্তারা ‘মাদ্রিদের নির্দেশ মানবে না’

কাতালান কর্মকর্তারা স্পেনীয় সরকারের নির্দেশ অনুসরণ করবে না বলে জানিয়েছেন কাতালুনিয়ার বৈদেশিক সম্পর্ক বিষয়ক মুখপাত্র রাউল রোমেভা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 08:59 AM
Updated : 23 Oct 2017, 09:02 AM

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণে মাদ্রিদের প্রস্তুতির মুখে এ কথা জানিয়েছেন তিনি, খবর বিবিসির। 

বিবিসিকে রোমেভা বলেন, মূল প্রশ্ন স্বাধীনতা নিয়ে নয়, বরং গণতন্ত্র নিয়ে।

“তারা কোন ধরনের সরকার চান, কোন ধরনের পার্লামেন্ট চান লোকজন তা বছরের পর বছর ধরে গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করা দরকার।

“জনগণ ছাড়া এই প্রতিষ্ঠানগুলো পাল্টানোর অধিকার আর কারো নেই,” বলেন তিনি।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালুনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন। 

কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবর স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটকে অবৈধ আখ্যায়িত করেছে স্পেন। 

প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের নেতৃত্বাধীন কাতালান সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ব্যাপক বাধা-বিপত্তি সত্বেও যে ৪৩ শতাংশ মানুষ ভোট দিয়েছেন তাদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছেন। 

কাতালুনিয়ার ইউনিয়নপন্থি দলগুলো ২০১৫ সালের আঞ্চলিক নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল। এ দলগুলো স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত ওই গণভোট বর্জন করেছিল।