মিউনিখে ছুরি হামলা, আহত ৪

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখে ছুরি হামলায় চার পথচারীর আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 11:12 AM
Updated : 21 Oct 2017, 11:18 AM

শনিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে শহরের পূর্ব প্রান্তের রোজেনহেইমার প্লাৎজে এ ঘটনা ঘটে। আনুমানিক ৪০ বছর বয়সী হামলাকারী এ সময় এক নারীসহ ছয়জনের দিকে তেড়ে গেলেও দুইজন রক্ষা পান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে বিবিসি। 

হামলাকারীর পরনে সবুজ জ্যাকেট ও ধুসর ট্রাউজার ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘুমানোর মাদুর ও পিঠে ঝোলানো ব্যাগ নিয়ে একটি কালো বাইসাইকেলে করে আনুমানিক ৪০ বছর বয়সী ওই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কি কারণে এই হামলা তা নিশ্চিত হওয়া যায় নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে।

“প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের সঙ্গে মিল রয়েছে এমন একজনকে আটক করেছি আমরা। তবে আটক ব্যক্তিই যে হামলাকারী, তা নিশ্চিত করতে পারছি না,” বলেন মিউনিখ পুলিশের মুখপাত্র গ্লোরিয়া মার্টিনস।