মালয়েশিয়ার নির্মাণস্থানে ভূমিধসে নিহত ১১

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে একটি নির্মাণ প্রকল্প এলাকায় ভূমিধসে ১১ বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 09:56 AM
Updated : 22 Oct 2017, 09:02 AM

শনিবার সকালে পেনাং এর রাজধানী জর্জ টাউনে দুটি ৪৯তলা ভবন নির্মাণস্থানে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পেনাং রাজ্যের দমকল বাহিনীর ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি জানিয়েছেন, এর আগে ১৪ জনের মৃত্যুর কথা বলা হলেও তিন শ্রমিক নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছেন।

এর আগে দমকল কর্মীরা নিহতদের ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তান থেকে আসা বিদেশি শ্রমিক বলে শনাক্ত করে। নির্মাণস্থানের মালয়েশীয় সুপারভাইজার শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছিলেন।

ভূমিধসের কারণ নির্ণয়ের চেষ্টা চলছে এবং উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ ও তদন্ত মুলতবী রাখার আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র মাইমুনাহ মোহাম্মদ শরীফ।

ওই এলাকায় আরো বেশ কয়েকটি আবাসিক ও ব্যাণিজ্যিক ভবন নির্মিত হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।   

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশ আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। পরিবেশ আন্দোলনকারীদের কয়েকজন অভিযোগ করেছেন, ওই এলাকার পাহাড়ের ঢালুতে ক্রমবর্ধমান এসব নির্মাণকাজের বিরুদ্ধে আগেই প্রতিবাদ জানিয়েছিলেন তারা।