গির্জায় পাথর খসে পর্যটকের মৃত্যু

ইতালির ফ্লোরেন্সের প্রধান গির্জা পরিদর্শনের সময় উপর থেকে খসে পড়া পাথরের আঘাতে স্পেনের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 08:49 AM
Updated : 20 Oct 2017, 08:49 AM

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ৫২ বছরের ওই ব্যক্তি বার্সেলোনার বাসিন্দা।

১৫ সেন্টিমিটার আয়তনের ওই পাথর খণ্ডটি ৬৫ ফুট উপর থেকে খসে পড়ে। এ ঘটনার পর পুলিশ স্যান্টা ক্রস বাসিলিকা গির্জাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

প্রায় আটশ বছর আগে নির্মিত ফ্লোরেন্স শহরের প্রধান এই গির্জাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। গত কয়েক বছর ধরে সেখানে সংস্কার কাজ চলছে।

গির্জা কর্তৃপক্ষ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।