নিউজিল্যান্ডে দেড়শতাধিক বছরের মধ্যে সবচে’ কমবয়সী প্রধানমন্ত্রী 

নিউজিল্যান্ডে দেড়শ বছরেরও বেশি সময় পর সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হতে চলেছেন জাসিনদা আর্ডার্ন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 04:31 PM
Updated : 19 Oct 2017, 04:31 PM

লেবার পার্টির নেতৃত্বে নিউজিল্যান্ডে মধ্য-বাম সরকার গঠিত হচ্ছে। লেবার পার্টি নেত্রী আর্ডার্নের সঙ্গে নতুন সরকার গঠনে নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি রাজি হওয়ায় ৩৭ বছর বয়সী আর্ডার্নই প্রধানমন্ত্রী হতে চলেছেন। অবসান ঘটতে চলেছে ন্যাশনাল পার্টির দশকব্যাপী ক্ষমতার।

গত তিনমাস বিরোধীদলের নেতৃত্বে ছিলেন আর্ডার্ন। ১৮৫৬ সালের পর তিনিই এখন দেশটিতে সবচেয়ে কম বয়সী নারী প্রধানমন্ত্রী হিসাবে আবির্ভূত হলেন।

নিউজিল্যান্ডে গত মাসের সাধারণ নির্বাচনে সরকার গঠনের জন্য লেবার কিংবা ন্যাশনাল পার্টি কোনও দলই সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এ পরিস্থিতিতে ছোট্ট দল নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সমর্থনে লেবার পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত হতে চলেছে। নতুন জোট সরকারকে সমর্থন দেবে গ্রিন পার্টিও।

জাসিনদা আর্ডার্ন এরই মধ্যে প্রচারকাজ চালানোয় নিজের দক্ষতা প্রমাণ করেছেন এবং একটি রাজনৈতিক চুক্তিও করতে সক্ষম হয়েছেন। তবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার এ সময়ে তার সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ।