কুইবেকে সরকারি সেবা পেতে নেকাব নিষিদ্ধ

কানাডার কুইবেক প্রদেশে একটি ধর্ম নিরপেক্ষ আইন পাশ করা হয়েছে তাতে সরকারি সেবা দেওয়া ও নেওয়ার সময় কোনো কিছু দিয়ে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 04:06 AM
Updated : 19 Oct 2017, 05:15 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সম্প্রতি আইনটির আওতা সম্প্রসারিত করে কুইবেক পৌরসভা ও সরকারি পরিবহন বিভাগের দেওয়া সেবাগুলোকেও এর অন্তর্ভুক্ত করেছে। 

ওই প্রদেশটির যে নারীরা বোরখা ও নেকাব পরেন এখন থেকে মুখ প্রদর্শন করে তাদের সরকারি সেবা নিতে হবে। তবে কুইবেকের কতোজন নারী নেকাব ব্যবহার করেন তা পরিষ্কার নয় বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

কুইবেকের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৬৬-৫১ ভোটে বিল৬২ নামের ওই আইনটি পাশ হয়।

২০১৪ সাল থেকে কুইবেকের ক্ষমতায় থাকা প্রাদেশিক উদারপন্থিরা দুই বছর আগে বিলটি উত্থাপন করেছিল।

এর আওতায় আমলা, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, বাসচালক, চিকিৎসক, ধাত্রী এবং দন্তচিকিৎসক, যারা সরকারি তহবিলে পরিচালিত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, সবাইকে মুখ না ঢেকে দায়িত্বপালন করতে হবে। 

এই আইনের আওতায় সরকারি ভর্তুকিতে পরিচালিত শিশুপরিচর্যা কেন্দ্রগুলোতে ধর্মীয় শিক্ষাদানও বন্ধ করা হয়েছে।

তবে বিল৬২ নামের এই আইনটিতে নির্দিষ্টভাবে মুসলিম ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো কথা বলা হয়নি। 

প্রাদেশিক সরকার জানিয়েছে, আইনে সব ধরনের মুখ ঢাকাকেই নিষিদ্ধ করা হয়েছে এবং মুসলিমদের লক্ষ্য করে এ বিধান করা হয়নি। 

কিন্তু নতুন এ আইন অনুযায়ী এখন থেকে সরকারি সেবা, তা বাসে চড়া থেকে শুরু করে পাবলিক লাইব্রেরি ব্যবহার কিংবা স্বাস্থ্য সেবা ও শিক্ষা, গ্রহণ করার সময় মুখে পর্দা দেওয়া যাবে না; এতে ‍মুখ ঢাকা পর্দা ব্যবহার করা মুসলিম নারীরা সমস্যায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।