নারীদের জন্য 'সবচেয়ে বিপজ্জনক' নগরী মিশরের কায়রো

নারীদের নিরাপত্তার জন্য মিশরের রাজধানী কায়রোকে বলা হচ্ছে ‘সবচেয়ে বিপজ্জনক' নগরী।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 02:09 PM
Updated : 18 Oct 2017, 02:09 PM

লন্ডনভিত্তিক থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে বিশ্বের ১৯টি বড় শহরের বিভিন্ন বিষয়কে মানদন্ড ধরে তৈরি করা নারীদের জন্য সবচেয়ে খারাপ নগরীর তালিকা থেকে এ তথ্য ‍উঠে এসেছে।

নারীদের যৌন সহিংসতা ও ক্ষতিকর সামাজিক প্রথার শিকার হওয়া এবং  স্বাস্থ্যসেবার সুযোগ ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়।

সবচেয়ে নারীবান্ধব মহানগরী হিসেবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নাম উঠে আসে। তারপর আছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও এবং ফ্রান্সের রাজধানী প্যারিস।

জরিপের ফল অনুযায়ী, ফিলিপিন্সের রাজধানী মেট্রো ম্যানিলাও নারীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ মহানগরী।

এক কোটির বেশি মানুষ বসবাসকারী বিশ্বের ১৯টি মহানগরীর ৩৮০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক ক্রমে তালিকাটি তৈরি করা হয়েছে। এ তালিকায় কায়রোর পরই আছে পাকিস্তানের করাচির নাম।

ক্রমানুসারে নগরীগুলোর তালিকা:

১. কায়রো, মিশর

২.করাচি, পাকিস্তান

৩. কিনশাসা, কঙ্গো

৪. দিল্লি, ভারত

৫.লিমা, পেরু

৬.মেক্সিকো সিটি, মেক্সিকো

৭. ঢাকা, বাংলাদেশ

৮. লাগোস, নাইজেরিয়া

৯. জাকার্তা, ইন্দোনেশিয়া

১০.ইস্তাম্বুল, তুরস্ক

১১. সাও পাওলো, ব্রাজিল

১২.বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনা

১৩. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

১৪. মেট্রো ম্যানিলা, ফিলিপিন্স

১৫.সাংহাই, চীন

১৬. মস্কো, রাশিয়া

১৭. প্যারিস, ফ্রান্স

১৮. টোকিও, জাপান

১৯. লন্ডন, যুক্তরাজ্য

ভারতে জাতিসংঘের নারী বিষয়ক প্রধান রেবেকা রিচম্যান তাবারেস বলেন, “জরিপের ফলে আমি একদমই অবাক হইনি, কারণ বাস্তবে যা ঘটছে তার ভিত্তিতেই এটি করা হয়েছে।

 

“বিশ্বজুড়ে প্রতিদিন নারীকে যে পরিমাণ হুমকির মুখে পড়তে হচ্ছে তার সামান্য অংশ এ জরিপে উঠে এসেছে। নারী বান্ধব পরিবশে সৃষ্টির জন্য আমাদের এখনও অনেক কিছু করতে হবে।”