অস্ট্রেলিয়ায় মাছ ধরার ট্রলার উল্টে ৬ জেলে নিখোঁজ

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি মাছ ধরার উল্টে গিয়ে ছয় জেলে নিখোঁজ হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 07:00 AM
Updated : 18 Oct 2017, 07:02 AM

ট্রলারটির অপর এক জেলে ১২ ঘন্টা পানিতে ভেসে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডায়ান নামের ৫৫ ফুট লম্বা ওই ট্রলারটি উল্টে যাওয়ার পাঁচ ঘন্টা পর ডুবে যায়। 

উদ্ধার ও তল্লাশি দল এলোমেলো হয়ে ভেসে থাকা কিছু জিনিসপত্র খুঁজে পেলেও নিখোঁজ জেলেদের কোনো খোঁজ পায়নি। 

মঙ্গলবার সকালে কুইন্সল্যান্ডের সেভেন্টিন সেভেন্টি শহরের অদূরের সাগর থেকে ট্রলারের হাল ধরে ভেসে থাকা ওই জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশ দিয়ে পার হতে থাকা একটি ইয়টে থাকা এক দম্পতি তার চিৎকার শোনার পর তাকে দেখতে পায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

কুরিয়ার মেইল সংবাদপত্র উদ্ধার পাওয়া ওই জেলের বরাত দিয়ে জানিয়েছে, উল্টে যাওয়া ট্রলারটি থেকে তার সঙ্গীরা বের হতে চেষ্টা করছিলেন এমন শব্দ তিনি শুনেছিলেন বলে জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই ট্রলারটি থেকে কোনো জরুরি বার্তা বা আলোর সঙ্কেত পাননি তারা।

মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি ব্যাহত হওয়ার পর বুধবার তল্লাশি জাহাজ, বিমান ও স্থানীয় ট্রলারগুলো ঘটনাস্থলে গিয়ে ফের অভিযান শুরু করেছে।