পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে ৭ পুলিশ নিহত 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে অন্তত সাত পুলিশ নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 06:14 AM
Updated : 18 Oct 2017, 06:14 AM

বুধবার শহরের কোয়েটা-সিব্বি সড়কের সারিয়াব মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডননিউজ।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যেরভিত্তিতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে বলে নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে।

তারপরও বিস্ফোরণের কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে কোয়েটার পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক চীমা বলেছেন, “এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ কি না তা বলতে পারছি না আমরা। ঘটনাস্থলে থাকা আমাদের টিম বিষয়টি তদন্ত করে দেখছে।”

কোয়েটার সরকারি হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ সাতজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। গুরুতর আহত আরো আটজনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলায় ছয় পুলিশ সদস্যের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

আহত ২২ জনকে কোয়েটার সরকারি হাসপাতাল ও সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করেছেন বলে জানিয়েছে ডন।

বেলুচিস্তানে প্রায়ই আত্মঘাতী বোমা হামলা ও টার্গেট করে হত্যার ঘটনা ঘটে। ১৩ অগাস্ট কোয়েটার পিশিন বাস স্টপে একটি সামরিক ট্রাককে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বিস্ফোরণে আট সেনাসহ ১৫ জন নিহত হয়েছিল।

এর আগে জুনের প্রথমদিকে শহরটির গুলিস্তান রোড এলাকায় আত্মঘাতী আরেকটি বিস্ফোরণে সাত পুলিশসহ ১৪ জন নিহত হয়েছিল।