পাক-আফগান সীমান্তে ড্রোন হামলায় নিহত ৩১

পাকিস্তান-আফগানিস্তানের পার্বত্য সীমান্তে যুক্তরাষ্ট্রের দু’দফা চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার ও জঙ্গি গোষ্ঠীর কয়েকটি সূত্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 01:44 PM
Updated : 17 Oct 2017, 02:13 PM

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে এক কানাডীয়-মার্কিনি জিম্মি পরিবারকে তালেবান মুক্তি দেওয়ার কয়েকদিনের মাথায় এ ড্রোন হামলা হল।

ওই জিম্মি পরিবারকে যে স্থানে মুক্তি দেওয়া হয় সে এলাকার কাছেই গত শুক্রবার বিচরণ করেছে যুক্তরাষ্ট্রের ড্রোন।

সোমবারের হামলায় চারটি ড্রোন থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আর মঙ্গলবার ফের দুটি ড্রোন হামলায় আরও চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসন শাসিত আদিবাসী আরেসম এলাকার কুররাম এজেন্সির প্রশাসনিক কর্মকর্তা বশির খান ওয়াজির একথা জানিয়েছেন।

তিনি বলেন, ড্রোন থেকে তালেবান আস্তানাগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড় হয়। এতেই দুইদিনে নিহত হয় অন্তত ৩১ জন। সীমান্তে আফগানিস্তানের অংশেই হামলাগুলো হয়েছে।

রয়টার্সকে ওয়াজির বলেন, “সোমবারের ড্রোন হামলায় ২০ জন নিহত হয়। যাদের বেশিরভাগই আফগান তালেবান। আর মঙ্গলবারের হামলায় নিহত হয় আরও ১১ জন।”

তালেবান সূত্রে বলা হয়েছে, সোমবারের হামলায় পাকিস্তানের হাক্কানি গোষ্ঠীর ১৮ জন সদস্য এবং মঙ্গলবারের একটি হামলায় ৬ জন নিহত হয়েছে।