আফগানিস্তাজুড়ে তালেবান হামলায় নিহত ৬৯

আফগানিস্তানের অনেকগুলো প্রদেশে সরকারি লক্ষ্যস্থলগুলোতে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 17 Oct 2017, 09:21 AM
Updated : 18 Oct 2017, 07:46 AM

মঙ্গলবারের এসব হামলায় পুলিশের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে পাকতিয়া প্রদেশের প্রধান শহর গারদেজের পুলিশ সদরদপ্তর সংলগ্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে।

তালেবানের দুই আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটানোর পর উল্লেখযোগ্য সংখ্যক বন্দুকধারী ওই কম্পাউন্ডে হামলা চালায় বলে জানিয়েছেন কর্মকর্তারা ও জঙ্গিরা। 

এ হামলায় পাকতিয়ার প্রাদেশিক পুলিশ প্রধানসহ অন্তত ২১ জন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো ৪৮ কর্মকর্তা আহত হন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

একই হামলায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ২০ জন বেসামরিক নিহত ও আরো ১১০ জন আহত হন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে অন্তত পাঁচ হামলাকারীও নিহত হয়।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত তালেবান হামলাটির দায় স্বীকার করেছে।

একইদিন জঙ্গিগোষ্ঠীটি পার্শ্ববর্তী গজনি প্রদেশের কেন্দ্রেও প্রাণঘাতী হামলা চালিয়েছে। তারা প্রাদেশিক গভর্নরের দপ্তরের কাছে বিস্ফোরক ভর্তি একটি হামভি সাঁজোয়া যানের বিস্ফোরণ ঘটায়।

প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত ও অপর ১২ জন আহত হন। পাশাপাশি ১৩ জন বেসামরিক নিহত ও অপর সাতজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।