আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা হিসাবে পরিচিত আবু সায়াফ জঙ্গি ইসনিলন হ্যাপিলনকে হত্যা করেছে ফিলিপিন্সের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 01:12 PM
Updated : 16 Oct 2017, 01:12 PM

যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় হ্যাপিলনের নাম আছে। মারাউই শহরে সেনাদের সঙ্গে লড়াইয়ে আরেক ওয়ান্টেড জঙ্গি ওমর মাউতির সঙ্গে নিহত হয়েছেন হ্যাপিলন। মাউতি ছিলেন ওই অঞ্চলের মাউতি বিদ্রোহী গোষ্ঠীর নেতা।

মারাউয়ি শহর গত মে মাসে দখল করে নিয়েছিল আবু সায়াফ। জঙ্গিদের সঙ্গে কয়েকমাসের লড়াইয়ের পর সেনারা শহরটি অবরোধের অবসান ঘটানোর শেষ প্রান্তে চলে আসার সময়ে এই দুই জঙ্গি নেতার মৃত্যুর খবর এল।

ফিলিপিন্সের মারাউয়িতে কয়েকটি মুসলিম বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। এগুলোর বেশিরভাগই সম্প্রতি কয়েকবছরে আইএস এর সঙ্গে একাট্টা হয়েছে।

ফিলিপিন্সের সেনাবাহিনীর চীফ অব স্টাফ জেনারেল এদুয়ার্দো আনো এক সংবাদ সম্মেলনে বলেছেন, “মারাউয়িকে চূড়ান্তভাবে স্বাধীন ঘোষণা করা আর কয়েকদিনের ব্যাপার মাত্র।”

তিনি হ্যাপিলন এবং মাউতি দুইজনেরই রক্তমাখা মুখের ছবি দেখান।

রাতের অভিযানে হ্যাপিলন মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং মাউতি বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।