বেঙ্গালুরুতে দ্বিতল ভবন ধসে নিহত ৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি দ্বিতল ভবন ধসে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 08:52 AM
Updated : 16 Oct 2017, 08:52 AM

স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে শহরের দক্ষিণ-পূর্ব এলাকার একটি জনবহুল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে খবর বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভির।

রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ভবনধস বলে সন্দেহ কর্মকর্তাদের।

এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

অন্তত ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে বেঙ্গালুরুর উন্নয়ন ও শহর পরিকল্পনা মন্ত্রী কে জি জর্জ ঘটনাস্থলে থাকা এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বলেন, “২০ বছর বয়সী পুরনো ওই ভবনটি ধসে পড়ে বিকট শব্দ হয়। শব্দটি হয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের, নতুবা ভবন ধসের।”