প্রতিদ্বন্দ্বী হামাসের সঙ্গে ফাতাহ'র ঐক্য চুক্তি

দশকব্যাপী বিরোধপূর্ণ সম্পর্কের পর এক ঐতিহাসিক সম্প্রীতি চুক্তি করেছে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 03:37 PM
Updated : 13 Oct 2017, 04:01 AM

বৃহস্পতিবার মিশরের কায়রোয় এ চুক্তি হয়। গাজা উপত্যাকার নিরাপত্তা, প্রশাসন ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়েই এ চুক্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিশর চুক্তিতে মধ্যস্থতা করেছে।

২০০৭ সালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীর এলাকা হামাস ও ফাতাহ আলাদাভাবে শাসন করে আসছে।

এর আগে ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ভাল ফল করে ফাতাহকে হারিয়ে দেয় হামাস। দু’দলের উত্তেজনা থেকে গাজায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

২০০৭ সালের শুরুতে দু’দল সহিংসতা বন্ধে একটি ঐক্য সরকার গড়তে রাজি হলেও তা ধোপে টেকেনি।

ওই বছরই জুনে হামাস গাজা দখল করে সেখানে আলাদা সরকার প্রতিষ্ঠা করে। ওদিকে, পশ্চিম তীরের শাসনব্যবস্থায় থেকে যায় ফাতাহ সরকার।

আর এখন দু’পক্ষের মধ্যকার ঐক্য চুক্তিকে উল্লেখযোগ্য অগ্রগতি বলেই বর্ণনা করেছে হামাস-ফাতাহ দু’দলই।

চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একে ফাতাহ ও হামাসের মধ্যে ‘চূড়ান্ত চুক্তি’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।

আব্বাস বলেন, “ফাতাহ প্রতিনিধিদলের কাছ থেকে চুক্তির পুরো বিষয়টি সম্বন্ধে জেনেছি আমি; আমি একে বিরোধ নিষ্পত্তিতে চূড়ান্ত চুক্তি বলেই বিবেচনা করছি।”

চুক্তির ধারাবাহিকতায় সামনের কয়েক সপ্তাহের মধ্যেই তিনি গাজা সফর করবেন বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

দশককালের মধ্যে এটিই হবে গাজায় তার প্রথম সফর।