সিঙ্গাপুর উপকূলে ড্রেজার-ট্যাঙ্কার সংঘর্ষে ৫ ক্রু নিখোঁজ

সিঙ্গাপুরের জলসীমায় ইন্দোনেশিয়ায় রেজিস্ট্রিকৃত একটি ট্যাঙ্কারের সঙ্গে ডমিনিকায় রেজিস্ট্রিকৃত একটি ড্রেজারের সংঘর্ষের পর থেকে ড্রেজারটির পাঁচ ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।

>>রয়টার্স
Published : 13 Sept 2017, 07:26 AM
Updated : 13 Sept 2017, 07:39 AM

বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) ।

নিখোঁজ ক্রুদের মধ্যে চারজন চীনের ও অপরজন মালেশিয়ার নাগরিক বলে জানিয়েছে এমপিএ। ঘটনাস্থল থেকে সাতজন চীনা নাগরিককে উদ্ধারের কথাও জানিয়েছে তারা। 

এমপিএ আরো জানিয়েছে, দুর্ঘটনার পর ড্রেজারটি ডুবে গিয়ে আংশিক নিমজ্জিত হয়ে আছে এবং ট্যাঙ্কারটির ডানপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধারকাজ পরিচালনা করছে এবং সিঙ্গাপুর নৌবাহিনীর ঘটনাস্থলে তিনটি টহল জাহাজ মোতায়েন করেছে। সিঙ্গাপুরের বিমান বাহিনী একটি হেলিকপ্টারও তল্লাশিতে সহায়তা করছে।

এ ঘটনার পরও সিঙ্গাপুর প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে এমপিএ।